শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নেতা হত্যার প্রতিবাদে জবিতে বামপন্থীদের বিক্ষোভ 

জবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১১:৪০ পিএম
বিক্ষোভ কর্মসূচি
expand
বিক্ষোভ কর্মসূচি

শেরপুর-৩ আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনাসহ সারাদেশে নারীর প্রতি অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জকসু'র বামপন্থী প্যানেল মওলানা ভাসানী ব্রিগেড।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে ক্যাম্পাস জুড়ে মিছিল করেন তারা। এ সময় বামপন্থী প্যানেলের জিএস প্রার্থী ইভান তাহসীব, এজিএস প্রার্থী শামসুল আলম মারুফ, শিক্ষার্থী কল্যাণ ও সমাজসেবা পদপ্রার্থী অমরিন জাহান অপি, কার্যনির্বাহী সদস্য প্রার্থী রিতিকাসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভে তাজওয়ার নামে এক শিক্ষার্থী বলেন, "রাজনৈতিক পরিচয়ের কারণে নারীদের প্রতি আক্রমণ হচ্ছে। শেরপুর জামায়াত নেতাকে 'রাজনৈতিক হত্যা' করা হচ্ছে। আমরা চাই এসব বন্ধ হোক। সর্বোপরি ওসমান হাদী, দীপু চন্দ্র দাস, আয়শা ও তোফাজ্জলদের হত্যার বিচার চাই।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X