

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ক্যাম্পাসে নেশাগ্রস্ত অবস্থায় শৃঙ্খলা পরিপন্থী আচরণের দায়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীকে এক বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. তামজিদ হোসাইন চৌধুরীর স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মোজাক্কির মনোয়ার। তিনি নোবিপ্রবির ওশানোগ্রাফি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অফিস আদেশে বলা হয়, গত ২৩ অক্টোবর ২০২৫ তারিখে রাতে ক্যাম্পাসের ভেতরে নেশাগ্রস্ত অবস্থায় মোজাক্কির মনোয়ার এক শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ করেন। এ ঘটনায় পরবর্তীতে তিনি শিক্ষকদের সঙ্গেও শৃঙ্খলা পরিপন্থী আচরণ করেন বলে অভিযোগ ওঠে।
বিষয়টি তদন্তের জন্য ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৬৮তম সভা এবং ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৬৯তম সভায় আলোচনা করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
শাস্তির অংশ হিসেবে ঘটনার দিন থেকে পরবর্তী এক বছর বা ন্যূনতম দুই টার্মের জন্য তাকে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে তাকে বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্টের তত্ত্বাবধানে ন্যূনতম পাঁচটি সাইকোলজিক্যাল কাউন্সেলিং সম্পন্ন করে সনদ জমা দিতে হবে। এছাড়া ডোপ টেস্টের রিপোর্ট দাখিলের পরই তিনি পুনরায় একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন।
অফিস আদেশে আরও বলা হয়, ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি হলে বা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ঘটনার পর বিষয়টি ক্যাম্পাসে জানাজানি হলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে এই শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করে।
মন্তব্য করুন
