

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেছেন,"আমরা চাই শিক্ষার্থীরা আমাদের কাজের সমালোচনা করবে;আমাদেরকে পরামর্শ দিবে, আমাদের ভুল গুলো ধরিয়ে দিবে;আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম ডাকসু ভবন পুরোটাই অকার্যকর পড়ে ছিলো আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ ছিলো এটাকে ব্যবহার উপযোগী করা।"
সোমবার (২৬ জানুয়ারি) ডাকসু ভবন সংলগ্ন মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত "দায়িত্ব গ্রহণের প্রথম চার মাসে ডাকসুর কার্যক্রমের বিবরণী" শীর্ষক এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এমন কথা বলেন
তিনি বলেন,"ডাকসু কে পরিকল্পিত ভাবে অকার্যকর করে রাখা হয়েছিলো,কারণ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি সেক্টরে সিন্ডিকেট রয়েছে;আমরা প্রশাসনের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অসহযোগিতা পেয়েছি।"
সব থেকে বড় সমস্যা ছিল আমাদের কোনো ফান্ড ছিলো না, তারপরেও আমরা বসে থাকিনি,আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে বিভিন্ন ভাবে প্রশাসনকে চাপ দিয়েছি, অ্যালামনাইদের সাথে যোগাযোগ করেছি পরামর্শ নিয়েছি ফান্ডের ব্যবস্থা করেছি।ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী বলতে পারবে না যে আমরা তাদের উপরে আমাদের চিন্তাধারা চাপিয়ে দিয়েছি।
আগামী দুই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে কোনো আবাসন সংকট থাকবে না, ইনশাআল্লাহ। আমরা চাই ক্যাম্পাসে আর কখনও পেশী শক্তির রাজনীতি চলবে না, চলবে চিন্তা ও আদর্শের রাজনীতি। আমরা যে যার নতুন নতুন আইডিয়া নিয়ে শিক্ষার্থীদের কাছে যাবো যাদেরকে ভালো লাগবে শিক্ষার্থীরা তাদেরকে গ্রহণ করবে, ভালো না লাগলেও সমালোচনা করবে এটাই আমাদের প্রত্যাশা।
মন্তব্য করুন
