শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে দিনব্যাপী গবেষণা মেলা ও ক্যারিয়ার উৎসব

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম
গবেষণা মেলা ও ক্যারিয়ার ফেস্ট উদ্বোধন
expand
গবেষণা মেলা ও ক্যারিয়ার ফেস্ট উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের উদ্যোগে দিনব্যাপী গবেষণা প্রদর্শনী ও ক্যারিয়ার উৎসব (Research Fair & Career Festival) অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সাইন্স এনেক্স ভবন চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গবেষণা মেলা ও ক্যারিয়ার ফেস্ট উদ্বোধন করেন।

আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মো. ফজলুল হক। ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সানজিদা মুর্শেদ অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, "এধরনের অনুষ্ঠানের মাধ্যমে মানুষের প্রতিভা ও সৃজনশীলতাকে সম্মান জানানো যায়। গবেষকদের মধ্যে নেটওয়ার্কিং তৈরিতেও এই মেলা সহায়ক ভূমিকা পালন করতে পারে। সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মেলবন্ধনকে শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সামাজিক প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকে নিয়ে বাঁচে। সরকার ও সরকারি দল নিয়ে বিশ্ববিদ্যালয় চলে না। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদার করার মাধ্যমে শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, আমাদের রিসার্চ সংক্রান্ত যে উদ্যোগগুলো আছে তা অনেক ক্ষেত্রেই ব্যক্তি পর্যায়ে থেকে যাচ্ছে। এখানে চমৎকার গবেষণা হচ্ছে। অনেক সীমাবদ্ধতার মাঝেও বিশ্ববিদ্যালয়ে অসাধারণ কিছু গবেষক আছেন। শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, ওয়েব সফট বিডি, সেইভ দ্যা চিলড্রেন, কারিতাস, বাংলাদেশ এটোমিক এনার্জি কমিশন, বিসিএসআইআর, বাংলাদেশ নেভি, বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, বিআইডব্লিওটিএ, বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, প্লান বাংলাদেশ, বিওআরআই, এসিএফ, ইউএনডিপিসহ ৩২টি শিল্প প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থা এই গবেষণা মেলা ও ক্যারিয়ার ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X