শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উৎসবমুখর পরিবেশে চলছে শাকসু নির্বাচনের প্রচারণা

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম
শাকসু নির্বাচনের প্রচারণা চলছে
expand
শাকসু নির্বাচনের প্রচারণা চলছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে চলছে শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের প্রচারণা। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।

প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন প্যানেল ও প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে, আবাসিক হল এবং প্রধান সড়কগুলোতে লিফলেট বিতরণ ও সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন। প্রার্থীরা তাদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরছেন।

প্রার্থীরা জানান, শিক্ষার্থী প্রতিনিধিত্বশীল একটি কার্যকর ছাত্র সংসদ গঠনের জন্য শাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ ও একাডেমিক পরিবেশ রক্ষায় একটি শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।

ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়াব ঐক্য’ প্যানের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। শিক্ষার্থীদের মতামত ও পরামর্শ নেওয়ার চেষ্টা করছি। সবাই খুবই উচ্ছাসের সাথে ও আন্তরিকতার সাথে আমাদের গ্রহণ করছে। আমরা সবাই মিলে প্রত্যাশিত একটা ক্যাম্পাস গড়তে পারব ইনশাআল্লাহ।’

স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন বলেন, ‘আমাদের শাকসুর প্রচারণা অনেক আনন্দ ও উৎসাহের সাথে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীরা অত্যন্ত খুশি। তারাও অনেক উৎসুক ভোট দেওয়ার জন্য। আমরা প্রতিটি সাস্টিয়ান ভোটারদের দরজায় কড়া নাড়ছি, তারাও ভালোবাসা দেখাচ্ছে।’

‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেলের এজিএস প্রার্থী হাফিজুর ইসলাম হাফিজ বলেন, ‘শাকসু নির্বাচনের আমেজ ইতোমধ্যে ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে ভোট দিতে উদ্‌গ্রীব। আমরা ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তাদের স্বপ্ন ও প্রত্যাশার কথা শুনছি। তারা ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা তুলে ধরছে এবং সমাধানের আশা প্রকাশ করছে। সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ায় আমরা ইতোমধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক ইতিবাচক সাড়া পাচ্ছি।’

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শাকসু নির্বাচন। চুড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, কেন্দ্রীয় সংসদে ৯৭ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৭ জন ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৪ জন প্রার্থী রয়েছেন।

এছাড়া ক্রীড়া সম্পাদক পদে ২, সহ-ক্রীড়া সম্পাদক পদে ৪, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক পদে ২, সাংস্কৃতিক সম্পাদক পদে ৩, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ২, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক পদে ৩, সমাজসেবা সম্পাদক পদে ৩, ছাত্রীবিষয়ক সম্পাদক পদে (শুধুমাত্র ছাত্রীদের জন্য) ৪, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ৪, শিক্ষা-গবেষণা-ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে ৫, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ৫, আন্তর্জাতিক সম্পাদক পদে ৪, পরিবহন সম্পাদক পদে ৪, কাফেটেরিয়া ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক ৪, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ৫ ও সদস্যপদে ২৮ জন প্রার্থী রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X