শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র পরামর্শক ড. নাহিদা বেগম

কুবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম
সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম
expand
সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমকে নিয়োগ দেওয়া হয়েছে।

৬ জানুয়ারি (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ১০৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধন আইন–২০১৩-এর তফসিল ১৪(১) অনুযায়ী সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X