শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আরে আচরণবিধি রাখেন মিয়া: ছাত্রদলের পোলিং এজেন্ট 

জবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এজেন্ট ২১২ নাম্বার রুমে চিরকুট নিয়ে প্রবেশ করেন।

চিরকুট নিয়ে প্রবেশ স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন থাকার পরেও সাংবাদিককে বলেন, আরে রাখেন আচরণবিধি মিয়া।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোট গ্রহণ শুরু হবার পরে প্রতিটি কেন্দ্রে ছাত্রদলের এজেন্টর কাছে চিরকুট পাওয়া যায়।

এর তথ্য-প্রমাণাদির ভিডিও ইতিমধ্যে প্রতিবেদকের হাতে সংরক্ষণ করা আছে। ছাত্রদল সমর্থিত পোলিং এজেন্ট আরো বলেন, আমি এইটা ভাই কাউরে দিতাছি না আপনি এমন করতাছেন কেন।

এই বিষয়ে দায়িত্বরত রিটার্নিং অফিসার বলেন, এইটা আচরণবিধির লঙ্ঘন হয়েছে বুঝার পরপরই আমরা চিরকুট নিয়ে রেখে দিয়েছি। সেটি আমরা আগে দেখতে পাইনি। ওরা আমাদের সামনেই ছিলো, আমরা ভেবেছি এইটা ভোটার লিস্ট।

প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক ড. মোস্তফা হাসান, পোলিং এজেন্টের কাছে ভোটার লিস্ট ছাড়া কিছুই থাকবে না। তারপরেও যদি চিরকুট পাওয়া যায় তাহলে সেটি যেন নিয়ে নেওয়া হয় সেটিও বলে দিয়েছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X