সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চ্যাটজিপিটির সাহায্যে নকল করে জাবিতে চান্স, অতঃপর...

জাবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:১০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (চ্যাটজিপিটি) সাহায্যে উত্তর বের করে চান্স পেয়েছেন এক শিক্ষার্থী এবং আজকে (সোমবার) ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় পুনরায় চ্যাটজিপিটি ব্যবহারের সময় আটক করা হয় তাকে।

সোমবার (২৯ ডিসেম্বর) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার ২য় শিফটে কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১০২ কক্ষে পরীক্ষার সময় চ্যাটজিপিটি ব্যবহার করার সময় কেন্দ্রের দায়িত্বরত শিক্ষক হাতেনাতে ধরেন তাকে।

আটক ভর্তিচ্ছু শিক্ষার্থীর নাম মো. মাহমুদুল্লাহ হাসান, পিতা: আব্দুস সোবহান তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলার আকাশকুড়ি গ্রামে।

এর আগে ২৩ ডিসেম্বর ‘ডি’ ইউনিটের পঞ্চম শিফটে ৩. ১৫ মিনিট থেকে ৪. ১৫ মিনিট ভর্তি পরীক্ষা দেয় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪০১ নাম্বার কক্ষে।

তিনি ওইদিন প্রশ্নপত্রের ছবি চ্যাটজিপিটিতে দিয়ে উত্তর বের করে পরীক্ষা দেয়। গত ২৫ তারিখে 'ডি' ইউনিটের ফলাফল দিলে তিনি পঞ্চম শিফটে ২৪২ তম অবস্থান করে তার রোল নং ৪১৩৩৬৪২।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার জাবির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার ২য় শিফটে কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১০২ কক্ষে পরীক্ষার সময় পিছনের দিকে বেঞ্চ বসে মোবাইলে ছবি তুলে চ্যাটজিপিটি ব্যবহার করে উত্তর লিখছিলেন তখন দায়িত্বরত শিক্ষক হাতেনাতে ধরে।

জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, আমরা অবগত হয়েছি, অভিযুক্ত শিক্ষার্থীর ফলাফল বাতিল করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ. কে এম রাশিদুল আলম বলেন, আমরা ইতিমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট কে জানিয়েছি, তথ্য প্রমাণ সাপেক্ষে পরবর্তীতে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X