শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জকসুতে বাম প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরির অভিযোগ

​জবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম
সংবাদ সম্মেলনে মওলানা ভাসানী ব্রিগেড’
expand
সংবাদ সম্মেলনে মওলানা ভাসানী ব্রিগেড’

​জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ৪০ হাজার লিফলেট চুরি ও সরিয়ে ফেলার অভিযোগ তুলেছে ‘মওলানা ভাসানী ব্রিগেড’।

একইসঙ্গে ভোটগণনায় স্বচ্ছতা নিশ্চিত করতে অটোমেশনের পরিবর্তে সনাতন বা ম্যানুয়াল পদ্ধতি ব্যবহারের জোরালো দাবি জানিয়েছে প্যানেলটি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি জানান ব্রিগেডের প্রার্থীরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল বড়দিনের ছুটির সুযোগে ক্যাম্পাসের অবকাশ ভবনের প্রবেশমুখে সংরক্ষিত ২১ জন প্রার্থীর প্রায় ৪০ হাজার প্রচারপত্র উধাও হয়ে যায়।

পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে জানা যায়, পরিচ্ছন্নতা কর্মীরা সেগুলো সরিয়ে ফেলেছেন। তবে উদ্ধারকৃত প্রচারপত্রের মধ্যে বিশেষ কিছু প্রার্থীর লিফলেট সম্পূর্ণ অনুপস্থিত ছিল।

​প্রার্থীরা অভিযোগ করেন, "ক্যাম্পাসে অন্যান্য প্যানেলের প্রচারপত্র অক্ষত থাকলেও কেবল আমাদের লিফলেটগুলোই টার্গেট করা হয়েছে।

এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।" নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত প্রচারণা সামগ্রী সংরক্ষণের দায়িত্ব প্রশাসন ও নির্বাচন কমিশনের হলেও তাদের এমন ‘দায়িত্বহীনতা’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

এছাড়াও সংবাদ সম্মেলনে ভোটগণনায় অটোমেশন বা মেশিন পদ্ধতি ব্যবহারের তীব্র বিরোধিতা করা হয়। ব্রিগেডের নেতারা বলেন, "অতীতের বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে অটোমেশনের নামে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ উঠেছে। জকসুর ইতিহাসে প্রথম এই নির্বাচনে আমরা কোনো অস্পষ্টতা চাই না।"

​তারা আরও বলেন, বর্তমানে ৩৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের সক্ষমতা প্রশাসনের রয়েছে। শিক্ষার্থীদের আস্থা বজায় রাখতে ম্যানুয়াল পদ্ধতিতে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন করার আহ্বান জানান তারা।

নির্বাচনে বিভিন্ন প্যানেলের বিরুদ্ধে প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের প্রভাবিত করতে অর্থের ছড়াছড়ি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলা হয়। এসব বিষয়ে নির্বাচন কমিশনকে আরও কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালনের অনুরোধ জানান মাওলানা ভাসানী ব্রিগেডের প্রার্থীরা।

​সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী গৌরব ভৌমিক, জিএস প্রার্থী ইভান তাহসীব, এজিএস প্রার্থী শামসুল আলম মারুফসহ অন্যান্য কেন্দ্রীয় ও হল সংসদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X