

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ক্রিস্টিয়ানো রোনালদো যেন নিজের বয়সকে বারবার ভুল প্রমাণ করছেন। প্রায় ৪০ বছর বয়সেও গোলের জোয়ার থামছে না এই মহাতারকার।
মঙ্গলবার রাতের ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে দুর্দান্ত দুই গোল করেও দলকে জয়ের পথে দলকে নিতে পারলেন না রোনালদো। শেষ পর্যন্ত পর্তুগালকে ২-২ সমতায় থামতে হয়েছে বিশ্বকাপ বাছাইপর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে।
খেলার শুরুতেই হোঁচট খায় পর্তুগাল। মাত্র অষ্টম মিনিটেই হাঙ্গেরির আতিলা সালাই দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন। এই গোলের পেছনে বড় অবদান ছিল সোবোসলাইয়ের নিখুঁত পাসের। কিন্তু পর্তুগাল অধিনায়ক রোনালদো বেশি সময় অপেক্ষা করালেন না। ম্যাচের ২২তম মিনিটে নেলসন সেমেদোর অ্যাসিস্ট থেকে দুর্দান্ত শটে জালের ঠিকানা খুঁজে নেন সিআর৭।
প্রথমার্ধের একেবারে শেষ সময়ে আবারও রোনালদোর জাদু। অতিরিক্ত সময়ে (৪৫+৩ মিনিটে) বাঁ দিক থেকে নুনো মেন্ডেসের ক্রসটি একবারেই নিয়ন্ত্রণে নিয়ে সোজা গোলমুখে পাঠিয়ে দেন রোনালদো। এই গোলের মাধ্যমে নিজের ফুটবলীয় শ্রেষ্ঠত্বের প্রমাণ আবারও রাখলেন মাঠে। গোটা স্টেডিয়ামে তখন একটাই ধ্বনি— “রোনালদো! রোনালদো!”
দ্বিতীয়ার্ধে ম্যাচের উত্তাপ আরও বেড়ে যায়। জোয়াও ফেলিক্স ও ব্রুনো ফার্নান্দেজ একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও কাঙ্ক্ষিত গোল আর আসেনি। উল্টো ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে হাঙ্গেরি।
অবশেষে যোগ করা সময়ের শুরুতেই (৯০+১ মিনিটে) ম্যাচে হাঙ্গেরিকে সমতায় ফেরান সোবোসলাই। দুর্দান্ত এক গোল করে পর্তুগিজ রক্ষণভাগের শিথিলতার সুযোগ নেন এই মিডফিল্ডার।
৭৮ মিনিটে রোনালদোকে মাঠ থেকে তুলে নিয়ে গনসালো রামোসকে নামালেও কাঙ্ক্ষিত জয় মেলেনি পর্তুগালের। ম্যাচের শেষভাগে হাঙ্গেরিই বেশি আধিপত্য দেখায়। পুরো ম্যাচজুড়ে ছিল শারীরিক খেলা, ফাউল, কার্ড, আর মধ্যমাঠে আধিপত্যের লড়াই—যা গ্রুপ 'এফ'-এর প্রতিযোগিতা আরও জমিয়ে তুলেছে।
রোনালদোর এই জোড়া গোল তার বিশ্বকাপ বাছাইপর্বে গোল সংখ্যা নিয়ে গেছে ৪১-এ, যা বিশ্ব রেকর্ড। একইসঙ্গে তার ক্যারিয়ার গোল দাঁড়িয়েছে ৯৪৮-এ, সেটিও বিশ্ব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ।
তবে ম্যাচটি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, পর্তুগাল এখনও তাদের অধিনায়কের ওপর কতটা নির্ভরশীল। ডিফেন্সের কিছু ছোট ভুল পুরো ম্যাচের ফলাফল পাল্টে দিয়েছে। তিন পয়েন্টের আশা করা গেলেও শেষ পর্যন্ত একটি ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
এই ড্রয়ের পরও গ্রুপ 'এফ'-এর শীর্ষেই রয়েছে পর্তুগাল। তবে রক্ষণভাগের দুর্বলতা নিয়ে তাদের ভাবতে হবে। সামনে আরও কঠিন ম্যাচ, আরও বড় প্রতিপক্ষ।
বয়স যতই বাড়ছে, রোনালদো যেন ততই উজ্জ্বল হচ্ছেন। গোল করার ক্ষুধা, নেতৃত্বের দৃঢ়তা, আর ইতিহাস গড়ার অদম্য স্পৃহায় রোনালদো হয়ে উঠেছেন সময়ের চেয়ে বড়।
পর্তুগালের সামনে এখন চ্যালেঞ্জ—শীর্ষস্থান ধরে রাখা ও ডিফেন্সের দুর্বলতা কাটিয়ে ওঠা। আর রোনালদো? তিনি তো লিখেই চলেছেন কিংবদন্তির নতুন অধ্যায়—মাঠে যেমন দুরন্ত, মাঠের বাইরেও তেমনি অনন্য।
মন্তব্য করুন
