

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ-ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ১২টি কেন্দ্রে (ঢাবি, শেকৃবিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং ঢাকার বাইরে ৩টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকার বাইরে বিভাগীয় শহর রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ বছর এ-ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ৮৪০টি আসনের বিপরীতে মোট ৭২ হাজার ৪৭৪ জন পরীক্ষার্থী আবেদন করে।
এতে আসনপ্রতি লড়ছেন প্রায় ৮৭ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি জবি কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন।
উল্লেখ্য, এ বছর গতানুগতিক লিখিত পরীক্ষা থেকে বের হয়ে শুধু বহুনির্বাচনি প্রশ্নের মাধ্যমে ভর্তি পরীক্ষা নিচ্ছে জবি প্রশাসন। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের ভিত্তিতে।
প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। প্রতিটি সঠিক উত্তরের মান নির্ধারণ করা হয়েছে ০.৭৫ নম্বর। এর মধ্যে এমসিকিউ পরীক্ষার জন্য নির্ধারিত ৭২ নম্বর, এসএসসি বা সমমান ফলের জন্য ১০ নম্বর এবং এইচএসসি বা সমমান ফলের জন্য ১৮ নম্বর বরাদ্দ রাখা হয়েছে।
মন্তব্য করুন
