শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১০:১১ এএম
শাজাহানপুরে  বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ জন নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন।
expand
শাজাহানপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ জন নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন।

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার বেতগাড়ী বন্দর মোড়ে বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে এক আলোচনা সভায় তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে ফুল তুলে দিয়ে বিএনপি ত্যাগ করে জামায়াতে যোগ দেন এসব নেতাকর্মী।

নতুন যোগদানকারীদের মধ্যে রয়েছেন- বগুড়া জেলা শ্রমিক দলের নির্বাহী সদস্য আশরাফ আলী, পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাবু মিস্ত্রি, ওলামা দলের সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক চান মিয়া, এবং সদস্য সাজু মিয়া, বাদল, আব্দুর রহমান, মুন্না, সৈয়দ আলী সাগর ও রঞ্জু।

সভায় সভাপতিত্ব করেন বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মতিয়ার রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

সাবেক ছাত্রনেতা শাহিন খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, শাজাহানপুর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি আল আমিন, উপজেলা সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, শাজাহানপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত নেতা সাহেব আলী, আবু সুফিয়ান পলাশ, রেজাউল করিম, রেজওয়ান, আব্দুর রাজ্জাক, আতাউর রহমান, রবিউল ইসলাম ও জরজিস হোসেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন