শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীর মৃত্যু 

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম
ছবি: প্রতীকী
expand
ছবি: প্রতীকী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে এসে মো. তাহির উজ জামান আকাশ নামে এক ভর্তিচ্ছুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে ঢাবির মোকাররম ভবনের রোবটিক্স বিভাগে (পরীক্ষা কেন্দ্র) খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের (লাইফ সাইন্স স্কুল) ভর্তি পরীক্ষা দিতে আসলে অসুস্থ হয়ে পড়েন তিনি।

এসময় গেটে থাকা কয়েকজন নিরাপত্তা রক্ষী অজ্ঞান অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মৃত শিক্ষার্থীর পিতার নাম মো. ইসলমাইল হোসেন এবং মাতার নাম শামীমা আক্তার। তিনি মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X