

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করেছে। ভর্তি প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর জন্য প্রযোজ্য।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বিভাগের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আবেদনের সময়সীমা:
ভর্তি প্রার্থীরা ২৩ নভেম্বর বিকাল ৪টা থেকে ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পোর্টালের মাধ্যমে করতে হবে। প্রাথমিক আবেদন ফি ১,০০০ টাকা, যা আবেদন করা কলেজে ৪ জানুয়ারি ২০২৬-এর মধ্যে জমা দিতে হবে।
ভর্তি পরীক্ষার নিয়মাবলী: সকল শাখার শিক্ষার্থীদের জন্য ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। পরীক্ষা চলবে এক ঘণ্টা। পাসের ন্যূনতম নম্বর ৩৫।
পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসির জিপিএ যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে (এসএসসির জিপিএ ৪০%, এইচএসসির জিপিএ ৬০%)।
মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায়: এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ২.০, এবং দুই পরীক্ষার সম্মিলিত ন্যূনতম জিপিএ ৪.৫০।
বিজ্ঞান ও কারিগরি শাখায়: এসএসসিতে ন্যূনতম জিপিএ ২.২৫, এইচএসসিতে ন্যূনতম জিপিএ ২.০, এবং দুই পরীক্ষার সম্মিলিত ন্যূনতম জিপিএ ৪.৭৫।
শুধুমাত্র এসএসসি ২০২২ ও ২০২৩ এবং এইচএসসি ২০২৪ ও ২০২৫ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষার পাঁচ দিন আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। পরীক্ষার দিন এডমিট কার্ডের সঙ্গে এইচএসসি/সমমানের মূল সনদপত্র দেখাতে হবে। কোনো প্রার্থী মোবাইল ফোন বা অন্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে পারবেন না।
৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কাগজপত্রসহ বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলে আবেদন করতে হবে। ফি জমা দিতে হবে এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
খেলোয়াড়, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা পোষ্য কোটায় আবেদনকারীরা প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সত্যায়িত সনদপত্র জমা দিতে হবে।
মন্তব্য করুন
