শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

একাদশ শ্রেণির শেষ ধাপে ভর্তি আজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ এএম
expand
একাদশ শ্রেণির শেষ ধাপে ভর্তি আজ

২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চতুর্থ ও চূড়ান্ত ধাপ আজ রোববার (২৮ সেপ্টেম্বর) শেষ হচ্ছে। আগামীকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত মনোনীত শিক্ষার্থীরা নির্ধারিত কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

এর আগে নির্ধারিত শর্ত পূরণের মাধ্যমে আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হয়। নির্বাচিত ও নিশ্চায়নকৃত শিক্ষার্থীরা এই শেষ ধাপে কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন।

ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা প্রক্রিয়াটি সম্পন্ন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক।

শিক্ষা মন্ত্রণালয়ের স্মার্ট ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির চতুর্থ (সর্বশেষ) পর্যায়ে শিক্ষার্থীদের নির্বাচন ও নিশ্চায়ন শেষ হয়েছে। কলেজে ভর্তির নির্ধারিত সময়সীমা ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ২৯ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত।

এ প্রক্রিয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছিল কলেজের বিদ্যমান আসনসংখ্যা দেখে ন্যূনতম পাঁচটি এবং সর্বাধিক ১০টি কলেজে আবেদন করতে।

চূড়ান্ত ধাপে আবেদন করতে পেরেছেন—যারা আগে আবেদন করেননি বা আবেদন করেও কোনো কলেজে মনোনয়ন পাননি।

যারা মনোনয়ন পেলেও সময়মতো ভর্তি বা নিশ্চায়ন করতে পারেননি।

এই সুযোগ কাজে লাগিয়ে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের কলেজে ভর্তি হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে ভর্তির ওয়েবসাইটে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন