শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

একাদশে চতুর্থ ধাপের আবেদন কবে জানা গেলো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম
একাদশ শ্রেণিতে ভর্তির চতুর্থ ধাপের আবেদন
expand
একাদশ শ্রেণিতে ভর্তির চতুর্থ ধাপের আবেদন

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চতুর্থ ধাপের আবেদন শুরু হবে আগামী রবিবার (২১ সেপ্টেম্বর)। সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক রিজাউল হক জানিয়েছেন,

যারা আগের ধাপগুলোতে ভর্তি হতে পারেননি, তাদের জন্য এই সুযোগ দেওয়া হচ্ছে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য একাদশ শ্রেণি ভর্তি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গত ১৩ সেপ্টেম্বর তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম শেষ হয়। তার আগে ৬ সেপ্টেম্বর সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছিল।

এবারও অনেক শিক্ষার্থী কলেজে ভর্তির সুযোগ না পাওয়ায় নতুন করে আবেদন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষার্থীরা xiclassadmission.gov.bd. ওয়েবসাইটে গিয়ে আবেদন সংক্রান্ত নির্দেশনা জানতে পারবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন