

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ধূমপানসহ সকল ধরনের মাদক সেবনে নিষেধাজ্ঞা ঘোষণা মকরা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সার্জেন্ট জহুরুল হক হলেন প্রধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ অনুমোদিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট হলের শিক্ষার্থীদেরকে অবগত করা হয়।
হল প্রাঙ্গণে একটি সুস্থ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
নোটিশে বলা হয়, হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে, সরকার প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০/- (পঞ্চাশ) টাকা থেকে সর্বোচ্চ ৩০০/- (তিনশত) টাকা পর্যন্ত জরিমানা করা হবে।
এছাড়া ইয়াবা, গাঁজা, হেরোইন বা অন্য কোনো প্রকার মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে, সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে।
উক্ত সিদ্ধান্তের উদ্দেশ্য হিসাবে উল্লেখ করা হয়, হলের সকল শিক্ষার্থীর জন্য একটি সুস্থ, পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।
নোটিশে সকল শিক্ষার্থীকে উক্ত নিয়মাবলি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন