সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে বাধা দিলে গোমর ফাঁস : ঢাবি ভিসি  হুঁশিয়ারি

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৭:৫৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান
expand
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান হুঁশিয়ারি দিয়েছেন যে, কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কেউ বাধা বা অবৈধ কার্যকলাপে যুক্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৩ আগস্ট) টিএসসি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এই হুঁশিয়ারি দেন।

উপাচার্য বলেন, "সম্পূর্ণ জাতি ডাকসু নির্বাচনের দিকে নজর রাখছে। আমরা চেষ্টা করছি ভোট ভালো পরিবেশে সম্পন্ন করতে। কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

তিনি আরও যোগ করেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার ধারা বজায় রেখেছে। যেকোনো পরিস্থিতিতে শিক্ষা নিয়ে অন্যায় প্রতিহত করতে হবে।"

ড. নিয়াজ আহমদ খান বলেন, নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে আছে। গত রাতেও নির্বাচন কমিশনের সঙ্গে মিটিং হয়েছে। তিনি ছাত্রসংগঠনগুলোর আচরণকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, "মতভেদ থাকলেও এখন পর্যন্ত কোনো গণ্ডগোল দেখা যায়নি।"

উপাচার্য সকল অংশীজনকে একত্রে কাজ করার আহ্বান জানান এবং নিশ্চিত করেন যে নির্বাচনের পরিবেশকে শান্তিপূর্ণ রাখার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X