

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এক সরকারি কর্মকর্তাকে OSD করার দাবিতে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) ঢাকার সাধারণ নাগরিক, সুশীল সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি হয়।
পরে বিক্ষোভকারীরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (LGRD) এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে একটি স্বারকলিপি পাঠান।
স্বারকলিপিতে অভিযোগ করা হয়—বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেন, প্রভাব খাটানো এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের তথ্য উঠে এসেছে।
এসব অভিযোগের পরও সম্প্রতি তার কক্সবাজারে পদায়ন জনমনে তীব্র প্রশ্ন তৈরি করেছে বলে দাবি করেন মানববন্ধনকারীরা।
বক্তারা বলেন, দেশের অন্যতম স্পর্শকাতর এলাকার দায়িত্ব এমন এক কর্মকর্তার হাতে দেওয়া হয়েছে যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। মানববন্ধনকারীদের দাবি, এ সিদ্ধান্ত প্রশাসনিক নৈতিকতার পরিপন্থী এবং জনস্বার্থবিরোধী।
মানববন্ধনে তিনটি দাবি উত্থাপন করা হয়—
১. সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবিলম্বে OSD ঘোষণা করা;
২. স্বতন্ত্র উচ্চ–পর্যায়ের তদন্ত কমিটি করে প্রকাশিত অভিযোগগুলোর বিস্তারিত তদন্ত;
৩. প্রশাসনে পোস্টিং ও পদোন্নতিতে যোগ্যতা, স্বচ্ছতা ও নৈতিকতার ভিত্তি নিশ্চিত করা এবং কথিত দুর্নীতির নেটওয়ার্ক থাকলে তা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া।
বক্তারা বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দুর্নীতির কোনো আশ্রয় থাকতে পারে না। দ্রুত দৃশ্যমান ব্যবস্থা না নিলে নাগরিক সমাজ আরও কঠোর কর্মসূচি—মানববন্ধন, গণস্বাক্ষর ও বিক্ষোভ—ঘোষণা করবে।
মন্তব্য করুন