

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডে নতুন তথ্য পেয়েছে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র।
তাদের দাবি, ঘটনাটি কোনো ভাড়াটে খুনির কাজ নয়; বরং ব্যক্তিগত সম্পর্ক থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
সূত্র জানায়, নিহত জোবায়েদ ও ছাত্রীর (বর্ষা) মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিষয়টি মেয়েটির পরিবারের সবাই জানতেন। তবে তার মা সম্পর্কটি মেনে নিতে পারেননি। এই সম্পর্কের জের ধরেই ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে তদন্ত সংস্থা।
একই সূত্র আরও জানায়, ঘটনার দিন হত্যার মূল অভিযুক্ত মাহির রহমান নিজেই ছুরি দিয়ে জোবায়েদকে আঘাত করেন। সে সময় তার সঙ্গে থাকা বন্ধু আইলান পেছন থেকে সহায়তা করার কথা থাকলেও শেষ পর্যন্ত অংশ নেয়নি। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে, যা দিয়েই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।
তদন্তসংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, “পোস্টমর্টেম প্রতিবেদনে দেখা গেছে, গলার রক্তনালীতে আঘাতের কারণে জোবায়েদের মৃত্যু হয়। একবারের আঘাতেই ব্যাপক রক্তক্ষরণে তিনি মারা যান।”
সূত্র বলছে, এ সংক্রান্ত তথ্য আদালতে দেওয়া আসামিদের জবানবন্দিতেও উঠে এসেছে।
তদন্তকারীরা আরও জানান, বর্ষার পরিবারের সদস্যদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলা হলেও সম্প্রতি তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তদন্তের প্রয়োজনে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে, মামলার বাদীপক্ষের আইনজীবী ইশতিয়াক জিপু অভিযোগ করেছেন, এজাহারে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে। তার মতে, “ঘটনার পর বর্ষা জোবায়েদের এক বন্ধুকে জানিয়েছিল, কে বা কারা তাকে হত্যা করেছে— কিন্তু এই তথ্য পুলিশ অন্তর্ভুক্ত করেনি।”
তিনি আরও বলেন, মামলায় কয়েকজন অজ্ঞাত আসামির নাম উল্লেখ করা হয়েছে এবং শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেফতার করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ভাস্কর্য চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রিপন রউফসহ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন এবং দ্রুত বিচার সম্পন্নের দাবি জানান।
উল্লেখ্য, গত রবিবার পুরান ঢাকার আরমানীটোলায় এক ছাত্রীর বাসায় পড়াতে গিয়ে সিঁড়িতে ছুরিকাঘাতে নিহত হন জোবায়েদ হোসেন। বিকেল ৪টার দিকে ঘটে এ ঘটনা। পরদিন তাকে নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়।
মন্তব্য করুন
