

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হত্যাকাণ্ডে তার প্রেমিকা বর্ষার প্রত্যক্ষ সম্পৃক্ততার তথ্য জানিয়েছে পুলিশ।
তদন্তে জানা গেছে, হত্যার সময় বর্ষা ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন এবং জুবায়েদ প্রাণ ভিক্ষা চাইলে তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) এস. এন. মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, “বর্ষার বাসায় টিউশনি করতে যেতেন জুবায়েদ। সেখান থেকেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বর্ষা আগেই মাহির রহমান নামে এক তরুণের সঙ্গে সম্পর্কে ছিলেন। পরে জুবায়েদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় মাহিরের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়।”
তদন্ত কর্মকর্তার ভাষায়, “পরে আবার বর্ষা ও মাহিরের যোগাযোগ শুরু হয়। সেই সময় থেকেই তারা দুজন মিলে জুবায়েদকে হত্যার পরিকল্পনা করে। প্রায় ২৩ দিন ধরে এই হত্যার ছক কষা হয়।”
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহির স্বীকার করেছে—ঘটনার দিন সে নিজেই ধারালো অস্ত্র দিয়ে জুবায়েদের গলায় কোপ দেয়, এসময় বর্ষা তাকে চেপে ধরে। পুরো সময়টিতে বর্ষা ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং ঘটনার পরও সে সেখানেই অবস্থান করে। তাদের ২ জনের জামায় রক্ত লেগে যায়।
এ ঘটনায় বর্ষা, মাহিরসহ চারজনকে আটক করেছে পুলিশ। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
মন্তব্য করুন
