

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেছেন, ভুয়া পুলিশ-ডিবির অপকর্মের সঙ্গে অবেক সাবেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও জড়িত রয়েছে।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবি পরিচয়ে ডাকাতির সময় গ্রেফতার নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গেলো রাতে রাজধানীর গোলাপ শাহ মাজার সংলগ্ন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ভুয়া ডিবির সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত গাড়ি, সরঞ্জামসহ জব্দ করেছে শাহবাগ থানা পুলিশ।
ডিসি মাসুদ আরও বলেন, গ্রেফতারকৃতরা এর আগেও ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধ সংগঠিত করেছে। ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর অপকর্মের শেকড় অনুসন্ধানেও কাজ করছে পুলিশ।
অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে ভুক্তভোগীরা যাতে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করে সেই পরামর্শও দেন এই পুলিশ কর্মকর্তা।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
