মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে চলন্ত প্রাইভেট কারে আগুন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০২:০৯ পিএম
রাজধানীর কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবের সামনের সড়কে একটি প্রাইভেট কারে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে
expand
রাজধানীর কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবের সামনের সড়কে একটি প্রাইভেট কারে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে

রাজধানীর কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবের সামনের সড়কে একটি প্রাইভেট কারে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার কিছু আগে এই ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, কুর্মিটোলা স্টেশন থেকে সকাল ১০টা ৪০ মিনিটে খবর পাওয়ার পর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্যান্টনমেন্ট থানার ওসি আলমগীর জাহান জানান, গাড়িটি উত্তরার দিকে যাচ্ছিল।

পথে ইঞ্জিনের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখে চালক নিজেই গাড়ি থামিয়ে দেন। সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি সামাল দিতে সহায়তা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে।

ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন