সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ধানমন্ডি ৩২-এ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০২:০৯ পিএম
ধানমন্ডি ৩২-এ বুলডোজার নিয়ে আসেন শিক্ষার্থীরা
expand
ধানমন্ডি ৩২-এ বুলডোজার নিয়ে আসেন শিক্ষার্থীরা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়কে ঘিরে ধানমন্ডি ৩২-এ বুলডোজার নিয়ে আসেন শিক্ষার্থীরা।

তবে এ কাজে বাধা দিয়ে বুলডোজার নিয়ে আসা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেওয়ার সুযোগ নেই।

এর আগে, সোমবার দুপুর ১২টার কিছু পর ট্রাকে করে দুটি বুলডোজার নেওয়া হয় ধানমন্ডি ৩২ নম্বরের দিকে। তবে তরুণদের বুলডোজার নিয়ে প্রবেশের সময় বাধা দেয় পুলিশ।

জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক পরিচয় দিয়ে নাহিদ হাসান নামের একজন বলেন, ‘যেবার প্রথম শেখ হাসিনা বক্তব্য দেয় পালিয়ে যাওয়ার পর, সেবার আমরা প্রথম ধানমণ্ডি ৩২ ভেঙেছিলাম। তখন নিশ্চিহ্ন করতে পারিনি।

আজকে যেহেতু শেখ হাসিনার রায়, আজকের রায়ের মধ্য দিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনীতি আমরা আশা করছি ধূলিসাৎ হয়ে যাবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন