শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে আজকের কর্মসূচি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ এএম
মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত
expand
মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

ঢাকায় প্রতিদিনই রাস্তায় নামলে নানা পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বিশেষ করে বিভিন্ন সংগঠনের কর্মসূচি সড়কে প্রভাব ফেলে। তাই বাইরে বের হওয়ার আগে আজ কোন এলাকায় কী আয়োজন রয়েছে তা জেনে নিলে যাতায়াতে সুবিধা হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) দিনের শুরুতেই রাজধানীতে ঘোষিত উল্লেখযোগ্য কর্মসূচিগুলো দেখা যাক—

বিএনপির কর্মসূচি

শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সকাল ১০টায় নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে একটি সমাবেশ হবে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

বুয়েট ক্যাম্পাসে ইনোভার্স বাংলাদেশ একটি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করেছে। মেলার উদ্বোধন করবেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মানববন্ধন

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ১০টায় মানববন্ধন করবে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াসহ ১০ জন শিক্ষক নেতার জাতীয় নির্বাচনে মনোনয়ন দাবি জানানো হবে সেখানে।

সিপিবির জাতীয় সমাবেশ

দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন