

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পতিত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের ডাকা লকডাউন ঢাকায় কোনো প্রভাব নেই ব্যবসা বাণিজ্যে।
আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে স্বাভাবিক গতি দেখা যাচ্ছে রাজধানীর বিপনী বিতান ও শপিং মলগুলোতে।
এছাড়া ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেনও অন্যান্য দিনের মতই স্বাভাবিক। আজ রাজধানী ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
ঢাকার মৌচাকে গিয়ে দেখা যায় সব দোকানপাট ও শপিং মল খোলা রয়েছে ৷ হাসপাতাল, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ও যথারীতি ক্লাস হচ্ছে। একটু এগিয়ে বেইলী রোড এবং শান্তিনগর এলাকার চিত্রও একইরকম দেখা গেছে। রাজধানীর মানুষের মধ্যে রয়েছে কর্মব্যস্ততা।
তবে ঢাকায় আজ গণপরিবহন কিছুটা কম বলে জানিয়েছেন অফিসগামী জনগণ।
বেইলী রোডের আর্টিজান শোরুমের এক বিক্রয়কর্মী এনপিবিকে জানান, অন্যান্য দিনের মতই সব স্বাভাবিক। কোনো পার্থক্য নেই। আর এসব শোরুম বা দোকানপাট জমেই আসলে সন্ধ্যায়। সকালে পরিস্থিতি এরকমই থাকে ঈদের সময় ছাড়া।
এদিকে অন্যান্য দিনের মত স্বাভাবিক চিত্র বিরাজ করছে ব্যাংকপাড়ায়। রাজধানীর মতিঝিলে ব্যাংকপাড়া আজও সরগরম। সপ্তাহের শেষ কার্যদিবস হওয়ায় যার যার জরুরি প্রয়োজন শেষ করছেন। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের প্রধান ও স্থানীয় শাখায় গিয়ে দেখা যায় গ্রাহকের সিরিয়াল। কর্মকর্তারা কর্মব্যস্ত দিন পার করছেন।
জানতে চাইলে সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা এনপিবিকে বলেন, 'অন্যান্য বৃহস্পতিবার যেমন চাপ থাকে আজকেও ঠিক তেমন চাপই রয়েছে। গ্রাহকদের মধ্যে কোনো ভয় বা আতংক লক্ষ্য করিনি। গ্রাহকরা আসছেন বিভিন্ন কাজে। কেউ টাকা তুলছেন, জমা দিচ্ছেন, ব্যাংক ড্রাফট করছেন। সব কাজই স্বাভাবিক গতিতেই চলছে।'
এ বিষয়ে সোনালী ব্যাংকের গ্রাহক আসাদুল ইসলাম এনপিবিকে বলেন, 'কোম্পানির টাকা জমা দিতে এসেছি। আজকে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়েছে। ভেবেছিলাম খুব একটা চাপ আজকে থাকবে না। আওয়ামী লীগের লকডাউনকে আসলে কেউ পাত্তা দেয়নি। সবকিছুই স্বাভাবিক। '
মতিঝিলের অন্যান্য সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলোতেও একই চিত্র দেখা গেছে। এছাড়া ব্রোকারেজ হাউসগুলোতেও পুঁজিবাজারে লেনদেনকারী গ্রাহকরা উপস্থিত হয়েছেন। এবি সিকিউরিটিজের গ্রাহক রিয়াজ হাসান বলেন, দেশের শেয়ার মার্কেটের অবস্থা তো এমনিতেই খারাপ। আজকে একইরকম আছে পরিস্থিতি। লকডাউনের জন্য কোনো ইফেক্ট পড়েনি।
মন্তব্য করুন