

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগীতা প্রয়োজন।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সঠিক নির্বাচন করা সম্ভব নয়। এক্ষেত্রে কমিশন শুধু রেফারির ভূমিকা পালন করবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নিবন্ধিত ৬টি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠকে এসব কথা বলেন সিইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে নিবন্ধিত এই ৬টি দলের সাথে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন।
নাসির উদ্দিন বলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে লিখিত মতামত পেয়েছে। ৫৪ টি নিবন্ধিত দলই ইসির কাছে সমান। কেউ ছোট, কেউ বড় নয়।
অন্যান্য সময়ের তুলনায় পরিস্থিতি একটু ভিন্ন জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাঁধে অনেক দায়িত্ব। তাছাড়া ঐকমত্য কমিশনের অনেক বিষয়ের ওপর পরামর্শ দরকার বলেও জানান।
সিইসি আরও বলেন, তফসিলের পর অনিয়ম বন্ধে কাজ শুরু করবে করবে নির্বাচন কমিশন। তাই নির্বাচনী প্রচারণায় যারা পোস্টার লাগিয়েছে, তাদেরকে সরিয়ে ফেলার আহবান জানান প্রধান নির্বাচন কমিশনার।
মন্তব্য করুন
