বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে আজকের কর্মসূচি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৫২ এএম
মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত
expand
মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

রাজধানীর সড়কে প্রতিদিনের মতো আজও নানা রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির কারণে কিছু এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে। তাই রাস্তায় বের হওয়ার আগে কোথায় কী আয়োজন হচ্ছে, একবার জেনে নেওয়া ভালো।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি নিচে দেওয়া হলো—

বিএনপির কর্মসূচি দুপুর ১২টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসবেন।

বিকেল পৌনে ৩টায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এফএসডির আয়োজনে অনুষ্ঠিত হবে “জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা” বিষয়ক আলোচনাসভা। প্রধান আলোচক হিসেবে সেখানে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব।

এ ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৫টায় নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

সকাল ১০টায় নয়াপলটনের কেন্দ্রীয় কার্যালয়ে একই দিবস উপলক্ষে ভিডিও কনটেন্ট উদ্বোধন করা হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এনসিপির কর্মসূচি বাংলামোটরে এনসিপির কার্যালয়ে সকাল ১১টা ৩০ মিনিটে জাতীয় কৃষক শক্তির উদ্যোগে অনুষ্ঠিত হবে “জুলাই সনদ: কৃষকের অধিকার ও ন্যায্যতা” শীর্ষক আলোচনা সভা। এতে উপস্থিত থাকবেন দলটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

অন্যদিকে আগারগাঁও ডাক ভবন মিলনায়তনে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে “নাগরিক সেবা বাংলাদেশ” কর্মসূচির প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান। এতে যোগ দেবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

ছাত্রশিবিরের কর্মসূচি সকাল ৭টায় ঢাকা কলেজ থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল করবে ইসলামী ছাত্রশিবির। মিছিলের দাবি— জুলাইসহ সব গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি স্বীকৃতি ও আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন