

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পান্থপথ এলাকা থেকে ইয়াসিন (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ইয়াসিনের বাবার নাম মো. আবু তাহের।
পরিবার জানায়, গত রবিবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সাধারণ ডায়রীতে বলা হয়, “আমার ছেলে পশ্চিম রাজাবাজার এলাকার পাশ দিয়ে কোথাও চলে যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছি, কিন্তু এখনও কোনো সন্ধান মেলেনি।”
যদি কেউ নিখোঁজ শিশুটির সন্ধান পান, তবে এই নম্বরে যোগাযোগ (০১৭০৭৭৪৯৫৭৬) করার অনুরোধ জানিয়েছে পরিবারটি।
মন্তব্য করুন