বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পান্থপথ থেকে নিখোঁজ শিশুর সন্ধান চায় পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম
নিখোঁজ ইয়াসিন
expand
নিখোঁজ ইয়াসিন

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পান্থপথ এলাকা থেকে ইয়াসিন (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ইয়াসিনের বাবার নাম মো. আবু তাহের।

পরিবার জানায়, গত রবিবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সাধারণ ডায়রীতে বলা হয়, “আমার ছেলে পশ্চিম রাজাবাজার এলাকার পাশ দিয়ে কোথাও চলে যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছি, কিন্তু এখনও কোনো সন্ধান মেলেনি।”

যদি কেউ নিখোঁজ শিশুটির সন্ধান পান, তবে এই নম্বরে যোগাযোগ (০১৭০৭৭৪৯৫৭৬) করার অনুরোধ জানিয়েছে পরিবারটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন