

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর সড়কগুলোতে প্রতিদিনের মতো আজও বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচির কারণে যানজট বা চলাচলে বিঘ্ন ঘটতে পারে। তাই বাইরে বের হওয়ার আগে জেনে নিন আজ কোথায় কী কর্মসূচি রয়েছে।
দুপুর ২টায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (ভার্চুয়ালি যোগদান করবেন বলে জানা গেছে)। সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকাল ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি মহাসচিব।
দুপুর ১২টায় শিল্পকলা একাডেমিতে একই দিবস উপলক্ষে প্রকাশনা ও আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বিকেল ৪টায় কামরাঙ্গীরচরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে বিএনপি। খোলামোড়া ঘাট থেকে শুরু হবে এ কর্মসূচি, নেতৃত্বে থাকবেন দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
সকাল ১১টায় সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় যোগ দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
এরপর সকাল ১১টা ১৫ মিনিটে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায়ও অংশ নেবেন তিনি।
সকাল ১১টায় নির্বাচন কমিশনে সাক্ষাৎ করবেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। এ সময় প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেবেন তিনি।
আজকের কর্মসূচিগুলো মাথায় রেখে বের হলে অপ্রয়োজনীয় যানজট ও ভোগান্তি অনেকটাই এড়ানো সম্ভব।
মন্তব্য করুন
