

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে প্রায় সবারই যেতে হয় বাজার বা শপিং সেন্টারে। কিন্তু রাজধানী ঢাকায় প্রতিটি এলাকার জন্য নির্দিষ্ট একদিন দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার নিয়ম আছে। অনেকে বিষয়টি না জানায় অযথা ঝামেলায় পড়েন। তাই আগে থেকেই জেনে রাখা ভালো, কোথায় কোন দিন মার্কেট বন্ধ থাকে।
আজ বুধবার (২২ অক্টোবর) রাজধানীর যেসব এলাকায় বাজার, দোকান ও শপিং সেন্টার বন্ধ থাকবে, সেগুলোর তালিকা নিচে দেওয়া হলো:
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য বাড্ডা, উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ ১ ও ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত পুরো এলাকা।
যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং মাসকট প্লাজা।
রাজধানীতে প্রতিটি অঞ্চলে সপ্তাহে একদিন দোকান ও মার্কেট বন্ধ রাখার এ নিয়মটি মূলত ব্যবসায়ীদের বিশ্রাম ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যেই চালু করা হয়েছে। পাশাপাশি শহরের যানজট নিয়ন্ত্রণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
যারা আজ কেনাকাটার পরিকল্পনা করছেন, তারা যেন এই তালিকা দেখে নেন— তাহলেই অপ্রয়োজনে বন্ধ মার্কেটের সামনে গিয়ে বিপাকে পড়তে হবে না।
মন্তব্য করুন
