বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে আজকের কর্মসূচি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:২৫ এএম
রাজধানীর শাপলা চত্বর। ছবি: সংগৃহীত
expand
রাজধানীর শাপলা চত্বর। ছবি: সংগৃহীত

ঢাকায় প্রতিদিনের মতো আজও বিভিন্ন সংগঠন, দল ও প্রতিষ্ঠানের নানা কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির কারণে রাজধানীর একাধিক সড়কে যানজট বা চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

তাই সকালে বাসা থেকে বের হওয়ার আগে জানা জরুরি—আজ বুধবার (২৯ অক্টোবর) কোথায় কী আয়োজন হচ্ছে।

সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হবে ‘বিচার সংস্কার: নির্বাচন ও অন্তর্বর্তীকালীন সরকারকালীন বাংলাদেশ’ শীর্ষক প্রকাশনা অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই সময় হোটেল লেকশোরে আয়োজিত আরেকটি সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সকাল সাড়ে ৯টায় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হবে।

বিকেল সাড়ে ৪টায় গণ-অধিকার পরিষদের প্রতিনিধি দল, সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেবে।

সকাল ১০টায় গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে ‘Empower: Women for Climate Resilient Societies’ শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন