

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পুরান ঢাকার বংশাল এলাকায় এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে আগামাসি লেনের একটি ভবনের সিঁড়ি থেকে সজিব (১৯) নামে ওই তরুণের মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, তার গলায় জিআই তার পেঁচানো ছিল, যা শ্বাসরোধে হত্যার ইঙ্গিত দেয়।
বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল হক জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রথমে অজ্ঞাত হিসেবে শনাক্ত হলেও পরে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়।
চারতলার সিঁড়িতে উপুড় হয়ে থাকা মরদেহের পাশে কোনো রক্তের দাগ পাওয়া যায়নি। ওই তলায় একটি পরিবার বসবাস করত, তবে ঘটনাস্থলের কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল।
নিহত সজিব বংশালের আহমেদ বাউনিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন এবং এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেলে এক ফোনকল পাওয়ার পর তিনি বাসা থেকে বের হন। পরে খবর আসে, কাছাকাছি একটি ভবনে তার মরদেহ পাওয়া গেছে।
পরিবারের দাবি, সজিবের দীর্ঘদিনের প্রেমিকা খাদিজার বাসাতেই ঘটনাটি ঘটেছে। তারা জানায়, খাদিজার বাবা মারা গেছেন, আর ঘটনার পর থেকে তার পরিবার পলাতক।
সজিবের চাচাতো ভাই ইসলাম বলেন, “সজিব ও খাদিজার সম্পর্ক ছয় বছরের। খাদিজার মামারা সম্পর্কটি মেনে নিত না। আমাদের ধারণা, খাদিজার দুই মামা ইকবাল ও কামাল এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।”
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের খুঁজে বের করতে অভিযান চলছে।
মন্তব্য করুন
