বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন কমিশন ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৮:২০ এএম
আটক ব্যক্তি
expand
আটক ব্যক্তি

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে কেউ আহত না হলেও ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত এক ব্যক্তিকে আটক করেছে বলে জানা গেছে।

শনিবার (২৫ অক্টোবর) রাত প্রায় ১১টা ১৫ মিনিটে এই বিস্ফোরণ ঘটে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণের শব্দ শুনে কাছাকাছি টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এক ব্যক্তিকে আটক করেন।

ওসি আরও বলেন, “আটক ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণে কোনো হতাহত হয়নি। তবে ঘটনার পর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন