বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বর্ষার সঙ্গে জোবায়েদ ও মাহীরের প্রেম নিয়ে যে তথ্য দিল পরিবার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৫:১৩ পিএম
বর্ষা-জোবায়েদ ও মাহীর
expand
বর্ষা-জোবায়েদ ও মাহীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যা মামলায় নতুন তথ্য বেরিয়ে এসেছে। পুলিশের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এটি কোনো প্রফেশনাল কিলারের কাজ নয়, বরং মাহীর রহমান নিজেই প্রেমিকা বর্ষার সামনে জোবায়েদকে খুন করেছেন।

বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন হত্যাকাণ্ড নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। তার বক্তব্যের জবাবে সংশ্লিষ্ট তদন্ত সূত্র এসব তথ্য জানায়।

সূত্র জানায়, এই হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ ব্যক্তিগত সম্পর্ক। বর্ষা, মাহীর এবং জোবায়েদের মধ্যে প্রেমের জটিলতা থেকেই হত্যার ঘটনা ঘটে।

তদন্তে জানা গেছে, মাহীর নিজেই দুটি ছুরি কিনেছিল, যদিও ব্যবহার করা হয় মাত্র একটি। সেটি দিয়েই গলায় আঘাত করে জোবায়েদকে হত্যা করা হয়। পোস্টমর্টেম প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, জোবায়েদের গলার প্রধান রক্তনালি কেটে যাওয়ায় তিনি স্বল্প সময়ের মধ্যেই রক্তক্ষরণে মারা যান।

সূত্র আরও জানায়, খুনের পর ঘটনাস্থল থেকে শুধু একটি ছুরিই উদ্ধার করা হয়েছে। মাহীরের বন্ধু আইলানকে সহযোগিতার জন্য আহ্বান জানালেও সে কোনো আঘাত করেনি।

পুলিশ জানিয়েছে, বর্ষার পরিবারের সবাই জোবায়েদ ও মাহীরের সম্পর্ক জানত, তবে মেয়ের মা মাহীরকে পছন্দ করতেন না। হত্যাকাণ্ডের পর তদন্ত টিম বর্ষার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও বুধবার বাসায় কাউকে পাওয়া যায়নি।

সূত্র বলছে, তদন্তের স্বার্থে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না। তবে একাধিক টিম সমন্বিতভাবে কাজ করছে।

অধ্যাপক রইছ উদ্দীন বলেন, পুলিশের বক্তব্যে ‘ত্রিভুজ প্রেমের গল্প’ বানানো হয়েছে, যা জোবায়েদের চরিত্রহননের শামিল। আমরা জানতে চাই, কেন তদন্তে বর্ষার কলরেকর্ড ও লোকেশনকে প্রাথমিক সূত্র হিসেবে ধরা হয়নি?

তিনি আরও প্রশ্ন তোলেন, সিসিটিভি ফুটেজে দুইজনকে দেখা গেছে-একজন কালো টি-শার্টে, আরেকজন লাল পোশাকে। তারা কি গ্রেপ্তার হওয়া দুইজনই? এসব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দরকার।

এছাড়া তিনি অভিযোগ করেন, যেখানে ধস্তাধস্তি হয়েছে, সেখানে কেউ কোনো শব্দ শুনল না কেন? আশপাশের কেউ সাহায্যে এগিয়ে এলো না কেন?

বাদী পক্ষের আইনজীবী ইশতিয়াক জিপু বলেন, বর্ষা হত্যার পর জোবায়েদের এক বন্ধুকে জানিয়েছিল—কেউ বা কারা তাকে মেরে ফেলেছে। অথচ এই গুরুত্বপূর্ণ তথ্যটি এজাহারে নেই। আমরা দ্রুত অজ্ঞাত আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

হত্যাকাণ্ডের বিচার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ভাস্কর্য চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

এসময় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রিপন রউফসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

গত রোববার বিকেল ৪টা ৪৫ মিনিটে পুরান ঢাকার আরমানিটোলার নূরবক্স লেনের রওশান ভিলা ভবনে এই হত্যাকাণ্ড ঘটে। জোবায়েদ প্রায় এক বছর ধরে ছাত্রী বর্ষাকে পড়াতে যেতেন। সেদিনও পড়াতে গিয়ে ভবনের সিঁড়িতেই ছুরিকাঘাতে নিহত হন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন