

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর শাহবাগ এলাকায় অজ্ঞাত একটি বাসের ধাক্কায় আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনা ঘটে শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহবাগ থানাধীন হাইকোর্টের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় নারী গুরুতর আহত হন।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে দিবাগত রাত ২টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, পুলিশ সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন
