

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাহিদ (২০) নামের এক তরুণ প্রাণ হারিয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে, আনুমানিক সাড়ে ৩টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গুরুতর আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।
নিহতের বন্ধুদের ভাষ্য, গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতেন জাহিদ। দুর্ঘটনার রাতে বন্ধুদের সঙ্গে ক্যাম্প এলাকায় ঘুরতে বেরিয়েছিলেন। হঠাৎ দুই গ্রুপের সংঘর্ষ শুরু হলে তিনি ঘটনাস্থলের মাঝখানে পড়ে যান। তার কাছাকাছি একটি ককটেল বিস্ফোরিত হলে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে বন্ধু ও স্থানীয়রা মিলে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সংঘর্ষের পেছনের কারণ ও কারা এতে জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য করুন