

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মতিঝিল এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা হঠাৎ ঝটিকা মিছিল বের করলে স্থানীয়দের প্রতিরোধে ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় জনতার হাতে কয়েকজন কর্মী গণধোলাইয়ের শিকার হন।
ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওটির বিষয়ে মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী অনুমতি ছাড়া মিছিল করার চেষ্টা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়েছে।
ওসি জানান, “কার্যক্রম স্থগিত থাকা অবস্থায় তারা ব্যানার হাতে হঠাৎ স্লোগান দিতে শুরু করে। জনতা তাদের ধাওয়া দিলে অনেকে পালিয়ে যায়, তবে দুজনকে আটক করে জনতা পুলিশের হাতে তুলে দেয়।”
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলকারীদের হাতে ‘ইউনূস সরকারকে হটাও’ লেখা ব্যানার ছিল। জনতার প্রতিবাদের মুখে তারা ব্যানার ফেলে পালিয়ে যায়। পরে ধাওয়া করে দুজনকে ধরে বেধড়ক পেটানো হয়।
ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা হঠাৎ দিক বদল করে দৌড়াতে থাকেন, আর জনতা তাদের ঘিরে ফেলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবারের ওই ঘটনায় মোট ৩২ জনকে আটক করা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে একই দিন ঝটিকা মিছিলে অংশ নেওয়া ১৩১ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকেও গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।
মন্তব্য করুন
