

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এসব মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির আরও ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় গোপন অভিযানে অংশ নিয়ে ঝটিকা মিছিলে যুক্ত থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এর আগে গত ১০ মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে জুলাই মাসের গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়। এরও আগে, গত বছরের অক্টোবরে একই সিদ্ধান্তে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল।
তবুও দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ঢাকাসহ দেশের নানা স্থানে হঠাৎ মিছিল ও সমাবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোথাও কোথাও তাদের প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে, আবার কিছু এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার হচ্ছেন অনেকে।
গত ২৪ সেপ্টেম্বর ডিএমপি জানিয়েছিল, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৪৪ নেতাকর্মীকে “মিছিলের চেষ্টা করার সময়” গ্রেপ্তার করা হয়। সে সময় পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর ও গোপালগঞ্জ থেকে কিছু মানুষকে অর্থের বিনিময়ে মিছিলে অংশ নিতে আনা হয়েছিল।
ডিএমপির সর্বশেষ তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে মঙ্গলবার গ্রেপ্তার হওয়া ৬ জনসহ মোট ৮১ জনকে আটক করা হয়েছে।
ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান বলেন, “আমরা ঢাকার কয়েকটি এলাকায় এমন মিছিলের খবর পেয়েছি। এ ধরনের তৎপরতা রোধে পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে। যাদেরকে শনাক্ত করা যাচ্ছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে।”
মন্তব্য করুন
