শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পদোন্নতি, পদসৃজন ও জনবল নিয়োগে সরকারের বিধি অনুসরণ করতে হবে: তথ্য সচিব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৩:২০ পিএম
কর্মশালায় বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা
expand
কর্মশালায় বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, পদোন্নতি, পদসৃজন ও জনবল নিয়োগে সরকারের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে ‘ডিপিসি, এসএসবি, পদসৃজন ও আউটসোর্সিং নিয়োগ’-সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশে সচিব এ আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই প্রশিক্ষণের আয়োজন করে।

তথ্য ও সম্প্রচার সচিব বলেন, পদোন্নতি, পদসৃজন ও জনবল নিয়োগের প্রতিটি ধাপে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করা অপরিহার্য। এর ব্যত্যয় ঘটলে প্রশাসনিক বিশৃঙ্খলা দেখা দেয়, যা দাপ্তরিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করে।

সচিব বলেন, পদোন্নতি, পদসৃজন ও জনবল নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। এসব প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সচিব প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে বাস্তব কাজে প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও প্রশাসনিক কর্মকৌশল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দিনব্যাপী এই প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন