শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাবার সামনেই ছেলের বুকে ছুরি ঢুকিয়ে দিলো সন্ত্রাসীরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০১ পিএম
expand
বাবার সামনেই ছেলের বুকে ছুরি ঢুকিয়ে দিলো সন্ত্রাসীরা

রাজধানীর মিরপুর পল্লবীতে ছুরিকাঘাতে রিফাত খান (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা সাগর খান।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে মিরপুর-১২ এর সি ব্লকের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা রিফাতকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল পৌনে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিফাতের বাবা সাগর খান জানান, তাদের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার উত্তর সালদর গ্রামে। বর্তমানে তারা মিরপুর-১২ নম্বর সেকশনের ডি-ব্লকের ২৫ নম্বর রোডে বসবাস করেন। রিফাত আগে গার্মেন্টসে কাজ করলেও বর্তমানে বেকার ছিলেন। দুই ভাইবোনের মধ্যে তিনি ছিলেন বড়।

সাগর খান আরও বলেন, দুপুরে রিফাত একটি কাজে শেওড়াপাড়া যাচ্ছিলেন। কিছুক্ষণ পর খবর পান, মিরপুর-১২ পুরাতন থানার সামনে ১৫-২০ জন যুবক রিফাতকে আটকে রেখেছে। সেখানে গিয়ে কারণ জানতে চাইলে তারা জানায়, টাকা লেনদেন নিয়ে বিরোধ আছে। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন রিফাতের বুকে ছুরিকাঘাত করে। রিফাতকে বাঁচাতে গেলে তার বাবার পিঠেও ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। রিফাতের বাবার পিঠে আঘাতের চিকিৎসা দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন