

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মহাখালী বাস টার্মিনাল মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ঢাকা-১৭ এর নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শনিবার (২৪ জানুয়ারি) মসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি উপস্থিত আমরা মালিক শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আমরা মালিক শ্রমিকসহ সকল শ্রেণির পেশার মানুষের উন্নয়ন চাই। সে উন্নয়নের স্বার্থে আপনাদের ধানের শীষে ভোট দিতে হবে।
বাস টার্মিনালকে কিভাবে আধুনিকায়ন করা যায়, কিভাবে শ্রমিক মালিকদের স্বার্থ অক্ষুন্ন থাকবে তার জন্য আলাপ-আলোচনা করে একটা সুরাহা করা প্রয়োজন। আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হলে যাত্রীদের অসুবিধা বৃদ্ধি পাবে। আপনারা শ্রম দিবেন, আপনাদের অর্জন আপনারা নিবেন, সে অর্জনে যেন অন্যদের জুলুম না থাকে। তার জন্য সবার আগে প্রয়োজন ধানের শীষে ভোট দেয়া।
তিনি আরো বলেন যারা ধানের শীষের প্রতিপক্ষ তাদের দেশ পরিচালনার কোন অভিজ্ঞতা নাই। অথচ তাদের প্রার্থী বলছে সব আসন সাইজ করে দিবে। তারা ঢাকা থেকে এর আগে একটাও আসন পায়নি। রাষ্ট্র চালানোরও কোন অভিজ্ঞতা নেই। তাদের একাত্তরের ভূমিকা বিতর্কিত। তারা বলছে আপনারা আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন এবার আমাদের একটা সুযোগ দিন। ১৯৭১ সালে মানুষ তাদের দেখেছে। আপনারা দেখেননি? তাদের দুজন আমাদের সাথে মন্ত্রী হয়েছেন। তারা ব্যাংকের মালিক হয়েছেন। এখন ক্ষমতা চায়। তারা এখন বিএনপিকে চিনে না। জনগণ যদি আপনাদের ভোট দেয়, আপনারা ক্ষমতায় যাবেন। কিন্তু বিএনপির দুর্নাম করবেন না। জিয়াউর রহমান রাষ্ট্র চালিয়েছেন, আপনারা তার কর্মযজ্ঞ দেখেছেন। খালেদা জিয়া দেশ চালিয়েছেন, তাকেও আপনারা দেখেছেন। এবার তারেক রহমানকে দেখার পালা। তিনি অবশ্যই একটি উন্নত দেশ উপহার দিবেন। সবার আগে দেশ। দেশকে বাঁচাতে হলে ধানের শীষে ভোট দিতে হবে।
জনাব আব্দুস সালাম মালিক শ্রমিকদের উদ্দেশ্যে বলেন বিগত ১৭ বছর আপনারা কষ্টে ছিলেন। করোনাকালে অনেক মানুষ না খেয়ে থেকেছে। মানুষ তখন বলেছিল না খেয়ে থাকার চেয়ে করোনায় মরা অনেক ভালো। তখন যে সরকার ক্ষমতায় ছিল তারা মালিক শ্রমিক কারোই বিপদে পাশে দাঁড়ায়নি। আমরা এদেশে সেরকম সরকার আর কখনো চাই না।
তিনি বলেন যার কাজ সে ভালো বুঝে। আপনারা আপনাদের কাজ করবেন। রাষ্ট্রের দায়িত্ব আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা। পরিবহনের কাজ আপনাদের কাজ। এ কাজ আপনারা যাতে নির্বিঘ্নে করতে পারেন আমরা সে ব্যবস্থার নিশ্চয়তা দিচ্ছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা ১৭ এর যুগ্ম সমন্বয়ক ডা. ফরহাদ হালিম ডোনার। তিনি বলেন গত ১৭ বছর এই টার্মিনালে কোন উন্নয়ন হয়নি। ১৭ বছর আগে যেরকম ছিল এখনো সে রকমই আছে। তিনি বলেন আপনারা জিয়াউর রহমানের সমালোচনা করবেন না, খালেদা জিয়ার বিরুদ্ধে বিষোদগার করবেন না, তারেক রহমান সম্পর্কেও সাবধানে কথা বলুন। বিগত ১৭ বছরের খালেদা জিয়া কতভাবে অপমানিত হয়েছেন। আপনারা দেখেছেন ৫ই অগাস্টের পরে তিনি কখনো তাদের বিরুদ্ধে একটাও বাজে কথা বলেননি। এটাই বিএনপির আদর্শ।
তিনি বলেন তারেক রহমানকে দেখুন, তিনি কারো সমালোচনা করেন না। তিনি কেবল কোথায় কি করবেন সেটাই মানুষের সামনে উপস্থাপন করছেন। তার থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করা উচিত।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রমিক মালিক ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইউসুফ মৃধা। আলোচনায় অংশ নেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা নাজিমুদ্দিন আলম, কৃষিবিদ শামিমুর রহমান শামীম, বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি ও ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, শ্রমিক ফেডারেশনের সভাপতি হুমায়ুন কবির খান, ঢাকা সড়ক পরিবহন এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম প্রমুখ। অনুষ্ঠান শেষে মালিক শ্রমিকগণ মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন এবং সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিবেন বলে জোরালো মতামত ব্যক্ত করেন।
মন্তব্য করুন

