

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভোররাতের টানা বজ্রসহ বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় পানি সরাতে মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
রাজধানীর গ্রিন রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শান্তিনগর, বেইলি রোড, কাকরাইল, পল্টন, সাত মসজিদ রোড ও ধানমন্ডি এলাকায় রাস্তায় পানি জমে যাওয়ায় সেসব স্থানে ইতোমধ্যে অস্থায়ী পাম্প স্থাপন করে পানি নিষ্কাশনের কাজ চলছে।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকায় ভারী বৃষ্টি হয়েছে। এতে বেশ কয়েকটি এলাকায় অতিরিক্ত বর্ষণে পানি জমে যায়। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা প্রতিটি ওয়ার্ডে কাজ করছেন, পাশাপাশি ইমার্জেন্সি রেসপন্স টিমও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
তিনি আরও জানান, দ্রুত পানি সরাতে পোর্টেবল পাম্প ব্যবহার করা হচ্ছে। তবে অনেক এলাকায় ড্রেন ও খালের পানির স্তর সমান হয়ে যাওয়ায় পানি নামতে সময় লাগছে। বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে কমলাপুর এলাকায় হাই প্রেসার ভার্টিক্যাল পাম্প বসানো হয়েছে, যা কার্যকরভাবে পানি সরাতে শুরু করেছে।
ডিএসসিসির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। জরুরি প্রয়োজনে নাগরিকরা ০১৭০৯৯০০৮৮৮ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
বৃষ্টির কারণে অস্থায়ীভাবে যান চলাচলে কিছুটা সমস্যা হলেও সিটি করপোরেশনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পাম্পগুলো ২৪ ঘণ্টা সক্রিয় রাখা হবে বলে জানানো হয়েছে।
এদিকে ডিএসসিসি সতর্ক করে জানিয়েছে, বৃষ্টি অব্যাহত থাকলে কিছু এলাকায় আবারও সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। সেক্ষেত্রে নাগরিকদের নিরাপদ স্থানে থাকার এবং প্রয়োজনে জরুরি নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন

