শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় আজকের কর্মসূচি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ এএম
জিরো পয়েন্ট
expand
জিরো পয়েন্ট

রাজধানীতে প্রতিদিনই নানা রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির কারণে সড়কে চলাচলে ভোগান্তি দেখা দেয়। তাই ঘর থেকে বের হওয়ার আগে আজ বুধবার (৭ জানুয়ারি) ঢাকায় কোথায় কী কর্মসূচি রয়েছে, তা এক নজরে দেখে নেওয়া যেতে পারে।

সকালে রাজধানীতে বিএনপিসংশ্লিষ্ট দুটি আলাদা আয়োজন অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জিয়া পরিষদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ ছাড়া বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে জাতীয়তাবাদী সমমনা জোটের আয়োজনে একই উদ্দেশ্যে আরেকটি দোয়া ও আলোচনা সভা হবে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরা এলাকার কার্যালয়ে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সকাল ১০টায় মোহাম্মদপুরে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজে ঢাকা বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে। এতে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বিকেল ৩টায় গুলশানের ফেলানী অ্যাভিনিউতে ফেলানী হত্যাকাণ্ডের ১৫ বছর পূর্তি উপলক্ষে একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে। জাতীয় নাগরিক পার্টি, ঢাকা মহানগর উত্তর আয়োজিত এই ‘আধিপত্যবাদবিরোধী মার্চ’-এ অংশ নেবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কর্মসূচিতে ফেলানী হত্যার বিচার, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদবিরোধী অবস্থানের পক্ষে জোরালো বার্তা দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে দুপুর সাড়ে ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সংগঠনের ঘোষিত তিন দফা দাবির ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে জানানো হবে। পাশাপাশি সদ্য জামিনপ্রাপ্ত হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসান ও জুলাই কন্যা তাহরিমা জান্নাত সুরভী তাদের অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া তুলে ধরবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X