

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বার্ষিক ডিপজিটরি (বিও) হিসাব রক্ষণাবেক্ষণ ফি ১৫০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৭১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসি জানিয়েছে, ২০০৩ সালের ডিপজিটরি প্রবিধানমালার সংশ্লিষ্ট ধারা সংশোধনের মাধ্যমে এ ফি নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বার্ষিক ফি ১৫০ টাকা হবে এবং এ অর্থ সমানভাগে ডিপজিটরি, ডিপজিটরি পার্টিসিপেন্টস (ডিপি) ও বিএসইসির মধ্যে ভাগ করা হবে।
নতুন হার ২০২৫-২৬ অর্থবছর থেকে সরকারি গেজেট প্রকাশের পর কার্যকর হবে। এর আগে অর্থবছরের জন্য ৪৫০ টাকা হারে ফি প্রযোজ্য থাকবে। আগামী অর্থবছরের অগ্রিম ফি প্রদানের সময়সীমা বাড়িয়ে ২০২৫ সালের ১৫ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করেছে কমিশন।
মন্তব্য করুন
