বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিও অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণের ফি কমাল বিএসইসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ পিএম
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)
expand
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনারস (বিও) অ্যাকাউন্টের রক্ষণাবেক্ষণ ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কমিশনের ৯৭১তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিএসইসির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিপজিটরিস (বিধিবদ্ধ) প্রবিধানমালা, ২ হাজারের প্রবিধান-৪-এর ক্ষমতাবলে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টের রক্ষণাবেক্ষণ ফি ৪৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করা হয়েছে। এই অর্থ সমান তিন ভাগে ভাগ হবে—ডিপজিটরি, ডিপজিটরি পার্টিসিপেন্টস (ডিপি) ও বিএসইসি প্রত্যেকে ৫০ টাকা করে পাবে।

এই প্রস্তাব শিগগির সরকারি গেজেটে প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পর এটি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর হবে।

তবে গেজেট প্রকাশের আগে পর্যন্ত পূর্ববর্তী বছরের জন্য বিনিয়োগকারীদের বিদ্যমান ৪৫০ টাকা ফি পরিশোধ করতে হবে।

এছাড়া ২০২৪-২৫ অর্থবছরের বিও অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ ফি প্রদানের সময়সীমা আরও এক দফা বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর আগে সময় বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছিল।

এ ছাড়া সভায় আরো জানানো হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে তালিকাভুক্ত সব কম্পানি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (পাবলিক ইন্টারেস্ট এনটিটি) জন্য আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস) অনুযায়ী আর্থিক বিবরণী প্রকাশ বাধ্যতামূলক হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন