

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনারস (বিও) অ্যাকাউন্টের রক্ষণাবেক্ষণ ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কমিশনের ৯৭১তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বিএসইসির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিপজিটরিস (বিধিবদ্ধ) প্রবিধানমালা, ২ হাজারের প্রবিধান-৪-এর ক্ষমতাবলে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টের রক্ষণাবেক্ষণ ফি ৪৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করা হয়েছে। এই অর্থ সমান তিন ভাগে ভাগ হবে—ডিপজিটরি, ডিপজিটরি পার্টিসিপেন্টস (ডিপি) ও বিএসইসি প্রত্যেকে ৫০ টাকা করে পাবে।
এই প্রস্তাব শিগগির সরকারি গেজেটে প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পর এটি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর হবে।
তবে গেজেট প্রকাশের আগে পর্যন্ত পূর্ববর্তী বছরের জন্য বিনিয়োগকারীদের বিদ্যমান ৪৫০ টাকা ফি পরিশোধ করতে হবে।
এছাড়া ২০২৪-২৫ অর্থবছরের বিও অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ ফি প্রদানের সময়সীমা আরও এক দফা বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর আগে সময় বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছিল।
এ ছাড়া সভায় আরো জানানো হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে তালিকাভুক্ত সব কম্পানি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (পাবলিক ইন্টারেস্ট এনটিটি) জন্য আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস) অনুযায়ী আর্থিক বিবরণী প্রকাশ বাধ্যতামূলক হবে।
মন্তব্য করুন
