রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জেড আই গ্রুপের ডিলার মিট প্রোগ্রাম অনুষ্ঠিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জেড আই গ্রুপ এর ডিলার মিট প্রোগ্রাম ২০২৬
expand
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জেড আই গ্রুপ এর ডিলার মিট প্রোগ্রাম ২০২৬

“এক সাথে গড়ি আগামীর সাফল্য ডিলার মিট ২০২৬” এই স্লোগান কে সামনে রেখে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো জেড আই গ্রুপ এর ডিলার মিট প্রোগ্রাম। পানি সরবরাহ, ট্রিটমেন্ট, ইঞ্জিনিয়ারিং, ইনফ্রাস্ট্রাকচার ও রিয়েল এস্টেট সেক্টরে নিরবচ্ছিন্ন সাফল্যের সাথে কার্যক্রম পরিচালনাকারী বাংলাদেশের একটি সুপ্রতিষ্ঠিত ও বহুমুখী গ্রুপ অব প্রতিষ্ঠান জেড আই গ্রুপ আয়োজিত এই ডিলার মিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩০০+ পানি সরবরাহ, ট্রিটমেন্ট, সল্যুশন ও ওয়াটার পিউরিফায়ার ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত তৈরি সর্বাধুনিক ওয়াটার পিউরিফায়ার ও একসেসোরিজ, ওয়াটার ট্যাংক, HDPE পাইপ, ভেসেলসহ পণ্য ও সেবা আরো সহজে ক্রেতার কাছে পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন ডিলার মিটে অংশ গ্রহণকারী ব্যাবসায়ীগণ।

শনিবার (৯ জানুয়ারি) ওয়াটার বার্ডস লিমিটেড (বেলমা, সাভার, ঢাকা) এর ফ্যাক্টরিতে অনুষ্ঠিত ডিলার মিট প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেড আই গ্রুপ এর চেয়ারম্যান এবিএম জাহিদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর নার্গিস সুলতানা, এক্সেকিউটিভ ডিরেক্টর (একাউন্ট এন্ড ফিনান্স) আবু ওসমান সিদ্দিকী, এক্সেকিউটিভ ডিরেক্টর (অপারেশন) মাসেদুল ইসলাম।

এছাড়াও ডিলার মিট প্রোগ্রামে Heron Smart, ও Heron Tech ওয়াটার পিউরিফায়ার এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেড আই গ্রুপ এর চেয়ারম্যান এবিএম জাহিদুল ইসলাম বলেন “অতীতে ওয়াটার পিউরিফায়ার বাহির থেকে ইম্পোর্ট করা হত কিন্তু বর্তমানে আমরা সর্বাধুনিক ওয়াটার পিউরিফায়ার উৎপাদন ও বাজারজাত করি।

তিনি আরো বলেন, "আমরা আমদানী নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারব। লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে, বৈদেশিক মুদ্রার সাশ্রয়ও সম্ভব হবে, যা দেশের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করবে। আমাদের এই প্রচেষ্টা দেশের শিল্পখাতকে শক্তিশালী ও টেকসই করবে, এবং আগামী দিনে উন্নতির দিকেও আমাদের এগিয়ে নিয়ে যাবে।"

জেড আই গ্রুপ কে বাংলাদেশের গর্ব হিসেবে অভিহিত করে ডিলার মিটে অংশ নেয়া ব্যাবসায়ীগণ সর্বোচ্চ ক্রেতাসুবিধা প্রদানে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। তারা ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত পণ্য সবার মাঝে ছড়িয়ে দিতে আরো বেশি মনোযোগী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X