

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর হেড অব গ্রুপ ব্র্যান্ড মার্কেটিং কাজী মো. মহিউদ্দিন ‘চিফ মার্কেটিং অফিসার (সিএমও) অব দ্য ইয়ার ২০২৫’ সম্মাননায় ভূষিত হয়েছেন।
রাজধানীতে রোববার অনুষ্ঠিত ৪র্থ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসে তাঁকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়।
বাংলাদেশের কর্পোরেট ও ব্র্যান্ড কমিউনিটিতে অন্যতম সেরা অবদানকারী হিসেবে কাজী মো. মহিউদ্দিনের নেতৃত্ব, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং ব্র্যান্ড ব্যবস্থাপনায় দীর্ঘদিনের সফল ভূমিকা বিশেষভাবে স্বীকৃতি পেয়েছে এই পুরস্কারের মাধ্যমে।
কাজী মোহিউদ্দিন দেশের ব্র্যান্ড ও মার্কেটিং ক্ষেত্রের একজন অন্যতম প্রভাবশালী ও সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিভিন্ন শীর্ষ ব্র্যান্ডের বিকাশ ও ব্র্যান্ডিংয়ে নেতৃত্ব দিয়ে আসছেন। গ্রুপ ব্র্যান্ড মার্কেটিং প্রধান হিসেবে তার কাজের মধ্যে প্রতিফলিত হয়েছে গভীর কৌশলগত দক্ষতা, সৃজনশীলতা ও ভোক্তা-মনস্তত্ত্বের সমন্বয়।
তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি ব্র্যান্ড স্ট্র্যাটেজি, গল্প বলার ক্ষমতা এবং তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে বহু সফল মার্কেটিং ক্যাম্পেইন চালিয়েছে, যা ভোক্তাদের সঙ্গে গভীর আবেগগত সংযোগ গড়ে তুলেছে। কাজী মোহিউদ্দিনের পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি শুধুমাত্র ব্র্যান্ডের বাজারে অবস্থানকে শক্ত করেছে না, বরং প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ইমেজকে আরও প্রাসঙ্গিক ও প্রভাবশালী করে তুলেছে।
তিনি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্র্যান্ডে আধুনিক মার্কেটিং কৌশল, উদ্ভাবনী ক্যাম্পেইন এবং প্রযুক্তিনির্ভর ব্র্যান্ডিং কার্যক্রমের মাধ্যমে নতুন মানদণ্ড তৈরি করেছেন। শিল্পখাতে প্রতিযোগিতার মধ্যে ব্র্যান্ডের অবস্থান শক্তিশালী করা এবং গ্রাহকসংযোগ বাড়ানোর ক্ষেত্রেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য।
অর্জন সম্পর্কে জানাতে গিয়ে কাজী মো. মহিউদ্দিন বলেন, এই স্বীকৃতি শুধু আমার নয়; এটি আমাদের পুরো টিমের কঠোর পরিশ্রম, ভিশন এবং ধারাবাহিক প্রচেষ্টার ফল। মেঘনা গ্রুপের ব্র্যান্ড শক্তিকে আরও এগিয়ে নিতে আমরা কাজ চালিয়ে যাব।
বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস দেশের কর্পোরেট খাতের শীর্ষ নির্বাহীদের সাফল্যকে সম্মান জানাতে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে থাকে।
মন্তব্য করুন