মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেশজুড়ে ১১.১১ বিগ সেল ক্যাম্পেইন নিয়ে আসছে পিকাবু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম
ই-কমার্স প্লাটফর্ম পিকাবু
expand
ই-কমার্স প্লাটফর্ম পিকাবু

পিকাবু কাস্টমারদের কাছে পরিচিত একটি ই-কমার্স প্লাটফর্ম যেখানে প্রতিটি প্রোডাক্টই ১০০% অরিজিনাল। ইলেকট্রনিক্স ও হোম এপ্লায়েন্স-এর পাশাপাশি আছে স্মার্টফোন, গ্যাজেট, লাইফস্টাইল প্রোডাক্টসহ, কম্পিউটার ও একসেসোরিজ।

পিকাবু মানুষের আস্থা অর্জন করেছে সহজ রিটার্ন ও রিপ্লেসমেন্ট, দ্রুত আফটার-সেলস সার্ভিস, এবং দেশের যেকোনো স্থানে দ্রুত ডেলিভারি সুবিধার মাধ্যমে। ঢাকার মেট্রো এলাকায় সেইম-ডে ডেলিভারিও নিশ্চিত করা হয়।

2০২৫ সালে প্রথম বারের মতো সুপার সেপ্টেম্বর, তারপর ১০.১০ কাম্পেইন করার পর, পিকাবু এবার বিশ্বজুড়ে বছরের সবচেয়ে বড় মেগা কাম্পেইন ১১.১১ করতে যাচ্ছে। এই ১১.১১ ক্যাম্পেইনে থাকবে ৮০% পর্যন্ত ছাড়, ফ্ল্যাট ৫০% ডিসকাউন্ট ডিল্স, ১১ টাকায় প্রোডাক্ট, ফ্ল্যাশ সেল, লিমিটেড টাইম প্রাইস ড্রপ-সহ আরো অনেক আকর্ষণীয় অফার।

পিকাবুর লক্ষ্য কাস্টমারদের বেস্ট প্রাইসে প্রোডাক্ট দেয়ার পাশাপাশি এক্সট্রা বেনিফিট দিয়ে ভ্যালু তৈরী করা যেমন EMI সুবিধা, অফিসিয়াল ওয়ারেন্টি নিশ্চিত করা, সহজ রিটার্ন, রিপ্লেসমেন্ট, ও রিফান্ড পলিসি, বিকাশ ক্যাশব্যাক অফার, ও ১০% এক্সট্রা ছাড় ভিসা/মাস্টারকার্ড পেমেন্টে’ বলেন মরিন তালুকদার, সিইও ও কো-ফাউন্ডার, পিকাবু। ‘আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ অনলাইনে শপিং করবে নির্দ্বিধায়, দ্রুত ও নিরাপদে।’

১১.১১ বিগ সেল ক্যাম্পেইন শুরু হচ্ছে ১০ই নভেম্বর সন্ধ্যা ৬টায়। এক্সক্লুসিভ ডিল্স এবং লেটেস্ট অফার আপডেট পেতে চোখ রাখতে পারেন পিকাবুর সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইটে। - Pickaboo.com ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন