রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বর্ণের দামে বড় উত্থান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার কমাতে পারে— এমন প্রত্যাশা জোরালো হওয়ায় এই বৃদ্ধি হয়েছে। একই সঙ্গে রূপার দামও পৌঁছেছে রেকর্ড উচ্চতায়। খবর রয়টার্স।

শনিবার (৬ ডিসেম্বর) মার্কিন বাজারে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২১২ দশমিক ১৬ ডলার হয়েছে।

টিডি সিকিউরিটিজের পণ্য কৌশল বিভাগের প্রধান বার্ট মেলেক বলেন, ফেড সুদের হার কমানোর দিকেই যাচ্ছে—এটা এখন প্রায় নিশ্চিত। এর ফলে মার্কিন ডলার দুর্বল হয়েছে, যা স্বর্ণের দাম বাড়ার প্রধান কারণ।

মার্কিন অর্থনৈতিক তথ্যে দেখা যায়, সেপ্টেম্বরে মূল ব্যক্তিগত খরচ ব্যয় মূল্যসূচক বেড়েছে শূন্য দশমিক তিন শতাংশ। তবে এর বার্ষিক প্রবৃদ্ধি কমে হয়েছে দুই দশমিক আট শতাংশ।

সিএমইর ফেডওয়াচ টুলের আকারে ধারণা করা হচ্ছে, ৯–১০ ডিসেম্বর ফেডের বৈঠকে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট** কমানোর সম্ভাবনা ৮৭ দশমিক দুই শতাংশ।

রূপার দাম দুই দশমিক ছয় শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ৫৯ ডলার হয়েছে। এর আগে দাম উঠে গিয়েছিল রেকর্ড ৫৯ দশমিক ৩২ ডলার পর্যন্ত। পুরো সপ্তাহে রূপার দাম বৃদ্ধি পেয়েছে চার শতাংশ।

বার্ট মেলেকের মতে, রূপা এখন স্বর্ণের পথেই অগ্রসর হচ্ছে। অনেক বিনিয়োগকারীর ধারণা, রূপা এখনো তুলনামূলকভাবে সস্তা। পাশাপাশি কাঠামোগত ঘাটতি ও বিদ্যুতায়নের কারণে চাহিদা বাড়ছে, যা রূপার দাম বৃদ্ধিতে সহায়তা করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X